থানচি প্রতিনিধি (বান্দরবান)
‘পাহাড়ে দির্ঘ দিনের বসবাস করে অনেক কস্ট মধ্যে পবিত্র রমজানের ২৫ দিন অতিবাহিত হয়েছে। অল্প কিছু দিন হলে সারা দেশের রোজাদারা পবিত্র ঈদুল ফিতর ও ঈদ উদযাপন করবেন।
কাজ নেই তবুও ব্যস্ত সময়ে ছেলেমেয়ের লেখাপড়া খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। আয় রোজগার নেই। সেই সময় আমাদের উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও স্যার ফোন দিল পবিত্র ঈদের আনন্দের যোগ করতে উপজেলা পরিষদ থেকে শাড়ি নিয়ে যেতে বললেন। আমাদের কষ্টের কথা জানেন, খোঁজ খবর রাখেন। প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুজ আমাদের সত্যিকারের দেশ ও দশের পিতা তিনি । আমরা প্রাণ ভরে দোয়া করি দেশ পরিচালনায় সঠিক পথে হোক।
বলেছিলেন বান্দরবানে থানচি সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে বাসিন্দা কুলসুম আক্তার ২৭,সাবেরা খাতুন ৩৫ বুধবার ২৬ মার্চ দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা পবিত্র ঈদ উপহারের শাড়ি নিতে এসে ছিলেন প্রায় অর্ধশতাধিক নারী ।
পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল ২৫ মার্চ ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর এবং মন্ত্রনালয়ের থানচি উপজেলা ৪ টি ইউনিয়নের অসহায় হত দরিদ্র, অতি দরিদ্র রোজাদার পবিত্র ঈদ পালনের হিমশিম খাচ্ছেন এমন ৫শত পরিবারের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মাধ্যমের তালিকা করে প্রধান উপদেষ্টার ঈদ উপহার হিসেবে বিতরণের তাগিদ দিয়েছেন।
থানচি উপজেলা পরিষদের প্রাঙ্গনের একটি করে শাড়ি বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মসফিকুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন, সদর ইউনিয়নের নারী মেম্বার হ্লাহ্লায়ি মারমা, মেম্বার ডেভিট ত্রিপুরা, ইউপি সচীব চমংউ মারমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।