রিয়াজুল হক সাগর , রংপুর।
রংপুর, ২৪ মার্চ: সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’-র উদ্যোগে ও আমেরিকা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ১২তম ঈদের পোশাক বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।সোমবার সকালে রংপুর নগরীর সুমি কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে ৬ থেকে ১৪ বছর বয়সী ২৩০ জন এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। ছেলেদের জন্য প্যান্ট-শার্ট ও মেয়েদের জন্য ফ্রক উপহার দেওয়া হয়, যাতে তারা ঈদের দিন পরে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাকিল মাসুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, কবি এএসএম হাবিবুর রহমান, কবি আহমেদ মওদুদ, মাহাবুবা লাভীন, ফারহানা হাসান বীথি, মীর রবি, মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন তাপস মাহমুদ। উপস্থিত অতিথিরা সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।ফিরেদেখা’ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিয়োজিত। ফিরেদেখা’র সদস্যদের ব্যক্তিগত অনুদানে এই কর্মসূচি এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।