আহসান উল্যাহ সজিব, কাতার
সিলেটের কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম হারিছ চৌধুরী-কে স্মরণ করে কাতারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল।
হারিছ চৌধুরী ফাউন্ডেশন কাতার এই আয়োজন করে, যেখানে বিএনপি ও বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ, এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও শহিদুল্লাহ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও ওসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ নবী নোমান, ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মাহবুবুর রহমান মাস্টার, ইকবাল আহমদ, কাতার বিএনপি নেতা আব্দুর নূর আজাদ, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার-এর সভাপতি ফয়সাল আহমদ ও সাধারণ সম্পাদক সেলিম খান। এছাড়া সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি রেজাউল করিম রেজু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সিলেট জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সিয়াম খান, সহ-সভাপতি ফয়েজ আহমদ ও শহিদুল হক চৌধুরী জগলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার বিএনপি নেতা সাহেদ আহমদ সাদ, রাজনগর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আতিক আসলাম, কাতার বিএনপি নেতা হাফিজ উদ্দিন, ফাউন্ডেশনের সহ-সভাপতি সুহেল আহমদ, জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, ইকবাল উদ্দীন ও দুলাল আহমদ। এছাড়া কাতার বিএনপির নেতা হামিদুর রহমান, বাবুল আহমদ, শমসেরনগর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা, মরহুম হারিছ চৌধুরী, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপি নেতা মরহুম দিলদার হোসেন সেলিম, এম এ হকের আত্মার শান্তি এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি হারিছ চৌধুরীর দৌহিত্র ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ও পুত্র মোহাম্মদ নায়েম শফি চৌধুরীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।