নিজস্ব প্রতিবেদক
মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত কলেজের সাবেক ছাত্র দলের সদস্য সচিব ইয়াছিন রিয়াদ। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য আজগর হোসেন নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতা জাহেদ হাসান নিলয়, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াছিন রিয়াদ।
এসময় আরও উপস্থিত ছিলেন দীর্ঘপাড় ইউনিয়ন ছাত্রদলের নেতা জিহাদ, আবিদ, আব্দুস ছামাদ, ইমরান হোসেন অভি, নুর মোহাম্মদ মামুন, নাজিম উদ্দীন, রিহান, রায়হান উদ্দিন রাফিসহ অসংখ্য ছাত্রদল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য ও ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।