সুবাস চন্দ্র,
বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার(২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ট্যাগ অফিসারের উপস্থিতিতে কোলা ইউনিয়নের নিম্ন আয়ের ২ হাজার ২৪জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ভিজিএফ কর্মসূচি আওতায় বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্য চাল বিতরণের সময় সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। এ সময় ভিজিএফের ১০ কেজি চাল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, সকলেই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে । এরই অংশ হিসেবে কোলা ইউনিয়নের সকল ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ দের মধ্যে ২ হাজার ২৪টি পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয় এবং প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাসহ গণ্যমান্য ব্যাক্তিদের সঙ্গে নিয়ে এই চাল বিতরণ করেছি।
ভিজিএফের চাল বিতরণ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কোলা ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি অমর ফারুক,কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম মাষ্টার , কোলা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।