মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বুইকারা ক্লিনিকপাড়া সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অভয়নগর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও পল্লি মঙ্গল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. নুর জালালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারী ও আহমদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মারুফ মোস্থফা, ভাইস চেয়ারম্যান ও চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক রায়, পূর্বাচল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা পারভীন, ঘোপেরঘাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা খাতুন, সংগঠনের ট্রেজারার অলোক কুমার ঘোষ, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, অফিস সহায়ক মুকুল হুসাইনসহ অন্যন্যরা।