পাভেল ইসলাম মিমুল
রমজান মাস মানেই সংযম,সহানুভূতি ও ইবাদতের সময়। এ সময় ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমান একসঙ্গে রোজা পালন করেন এবং ইফতার ভাগাভাগি করেন। আর এই মহিমান্বিত সময়কে আরও অর্থবহ করে তুলতে রাজশাহী অঞ্চলের সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের এক অনন্য উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রায় ২৫০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে সোনালী ব্যাংক পিএলসি’র জিএম অফিসের মূল ফটকের সামনে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। এ আয়োজন ছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে এক অনন্য উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের উপদেষ্টা মো. মাহফুজুল হাসান,ভারপ্রাপ্ত সভাপতি মেকদার হোসেন, সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ ওমর নাফিস, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম,ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল বাকী,ভাইস প্রেসিডেন্ট মাসুদ হাসান,নাটোর জিয়া পরিষদের সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম,সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন বি-৬৬৪ এর সভাপতি মো. আহসান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মো. আকরাম আলীসহ আরও অনেকে।
এ সময় জিয়া পরিষদের পক্ষ থেকে বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেই আমরা এই ইফতার আয়োজন করেছি। একই সঙ্গে পথচারী,শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
ইফতার গ্রহণকারী পথচারী ও সাধারণ মানুষদের মধ্যে ছিল আনন্দের ঝলক। অনেকেই বলছিলেন, “রমজানে এমন উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারী। দিনশেষে ইফতার পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামের শিক্ষা হলো দানশীলতা ও মানবতার কল্যাণ। সেই চেতনা থেকেই আমরা ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।
রাজশাহীতে এ ধরনের মানবসেবামূলক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটি শুধু ইফতার বিতরণ নয়, বরং একতা, সহমর্মিতা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।