নিজস্ব সংবাদদাতা
থানচি, বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যবান্ধব কর্মসূচী আওতায় ৪ শত ২০ পরিবার পেল ১৫ টাকা হারে মাসিক ৩০ কেজি করে চাউল।
রবিবার ২৩ মার্চ সকালের থানচি বাজার প্রাঙ্গনের
প্রশাসনিক ভাবে নিয়োগ প্রাপ্ত ডিলার মো: নেয়াজুর রহমানের গুদাম হতে এ সব চাউল বিতরণ করা হয়।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে সরকার খাদ্য শস্য বিতরণ কেন্দ্র খাদ্য অধিদপ্তর প্রতি কেজি চালের মূল্য:১৫.০০ টাকা ৩০ কেজি করে প্রতি রবিবার সোমবার,মঙ্গলবার সাপ্তাহিক তিন দিনের কার্ডধারী উপকারভোগীদের বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে।
বিতরনের সময় থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলা প্রশাসনের নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার ও সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো: আমির হোসেন, ইউপি সদস্যা হ্রাহ্লায়ি মারমা,নুচিংপ্রু মারমা,রিংকো ম্রো প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান, থানচি উপজেলার ৪ টি ইউনিয়নের ৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্ত ডিলার মাধ্যমে উপজেলার প্রায় আড়াই হাজার হত দরিদ্র পরিবার এর আওতায় তালিকা ভূক্ত কার্ডধারীদের এ চাউল পাবেন এবং প্রতি সাপ্তাহের রবি,সোম,মঙ্গলবার তিন দিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।