ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন আনুষ্ঠিত হয়েছে
রবিবার(২৩শে মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনটি আনুষ্ঠিত হয়। মানববন্ধনে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ আব্দুল হামিদ।
মানববন্ধনটির সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মাওলানা মোঃ ওয়ালিদ হাসান ।
মানববন্ধনে আরো বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ এলাম উদ্দীন, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ সাবের আলী, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ হযরত বেলাল, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেন, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মোঃ মুক্তার আলী ও অন্যান্য ওলামায়ে কেরামগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায় শীর্ষক প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন হলেও দীর্ঘ ৩২ বছরের এই শিক্ষামূলক প্রকল্পটিকে আউটসোর্সিং করার চিন্তা ভাবনা চলছে।
বক্তারা আরো বলেন, ৯% হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং করা হয়নি অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পকে আউটসোর্সিং করার হীন চক্রান্ত চলছে। কুরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোর্সিংয়ের মাধ্যমে ধ্বংশ করা হয় তাহলে আলেম ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃংখলা দেখা দিবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।