মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের গাজায় চলমান গণ হত্যা ও ভারতী সরকারের মদদে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ অভয়নগরের উলামা ও তাওহীদি ছাত্রজনতার ব্যানারে গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার থেকে পীরবাড়ি মাদ্রাসা প্রদক্ষিণ করে। মিছিল শেষে নওয়াপাড়া সোহরাব প্লাজার সামনে এক সমাবেশে মিলিত হোন মুসল্লিরা। নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম হুসাইনি, শংকরপাশা বাস ষ্ট্রান্ড জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, মাকতাবে দীনিয়াত নওয়াপাড়ার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহমদ, নওয়াপাড়া বাজার জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাশতলা আল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্যরা।