মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। ফলে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী অন্ধকারে দিনযাপন করছে। ২০ মার্চ গভীর রাত আনুঃ ২ টার সময় ঘটনাটি উপজেলার মহাকাল চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন ঘটেছে। এবিষয়ে উপজেলার মহাকাল গ্রামের মৃত ফনি ভূষণ ঘোষের ছেলে কার্তিক ঘোষ বাদি হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০ মার্চ গভীর রাত আনুঃ ২ টার সময় বৈদ্যুতিক পিলারে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার অজ্ঞাত চোরেরা কৌশলে চুরি করে নিয়ে যায়। তখন বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগীসহ এলাকার মানুষ ওই বৈদ্যুতিক পিলারের কাছে গিয়ে দেখে ট্রান্সফরমার কে বা কারা চুরি করে নিয়ে গেছে। যে কারনে এলাকার একাধিক পরিবার বিদ্যুৎ না থাকায় অন্ধকারের কবলে পড়েছে। এবিষয়ে ভুক্তভোগী কার্তিক জানান, আমাদের এলাকায় বিভিন্ন সময় একটি সংঘবদ্ধ চোর চক্র বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে বেড়ায়। ওই চোর সিন্ডিকেটের কারণে আমাদের রাতের ঘুম হারাম হয়ে পড়েছে। রাত আনুঃ ২ টার সময় হঠাৎ কারেন্ট চলে যায়। আমরা ভেবেছিলাম বিদ্যুৎ চলে গেছে, দীর্ঘসময় বিদ্যুৎ না আসায় আমিসহ এলাকার কিছু মানুষকে নিয়ে ওই বৈদ্যুতিক পিলারের কাছে গিয়ে দেখি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আমরা সকল স্থানে খোঁজ করে না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে চোর আটকের চেষ্টা করা হচ্ছে।