মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মফিজুর মল্লিক নামের এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সাকলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মফিজুর মল্লিক ওই গ্রামের মৃত গোলাম মল্লিকের ছেলে এবং শ্রীধরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মথুরাপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ সভাপতি নওয়াব সরদার, ফরহাদ হোসেন, থানা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সাধানর সম্পাদক মাহামুদ কবির, সাংগঠনিক সম্পাদক জাকির মোল্যা, সিনিয়র সহ সভাপিত শাহাজাহান মল্লিক, সহ সভাপতি হেকমত, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মোড়ল, তৈহিদ মোল্যা, প্রচার সম্পাদক রাসেল শেখ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ আব্দুল আলীম বলেন, মথুরাপুর গ্রামে মারামারির ঘটনায় একটা এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।