রবিউল হোসাইন সবুজ
লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলা শ্রমিকদলের আয়োজনে শুক্রবার বিকেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ডা. নুরুল্লাহ রায়হান, ইব্রাহিম খলিল, মোঃ শাহ আলম, মোশারফ হোসেন মশু সহ উপজেলা শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
লাকসাম উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম চৌধুরীর ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন বলেন, পবিত্রমাহে রমজান মাসে আল্লাহর নিকট আমরা সকলে দুহাত তুলে দোয়া করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এবং এর পাশাপাশি তারুন্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আমাদের মাঝে ফিরে আসবে। সকলকে আমাদের নেতা মোঃ আবুল কালামের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।