জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
উত্তর ইতালি তে কর্মরত সাংবাদিকদের স্বনামধন্য সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার , দোয়া ও মতবিনিময় সভা করেছে ভেনিসের মেস্রে তে ভিয়া পিয়াভে তে অবস্থিত বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরাঁ ইন্ডিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে র কর্ণধার শফিক সরকার। ইফতার ও দোয়ায় অংশ নেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির প্রায় ৭০ জন রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় সংবাদ কর্মীরা।
ইফতারের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করা হয়। এরপর দেশ ও বিশ্বের সকল মুসলিমদের জন্য ও কবর বাসীরদের রুহের মাগফেরাত কামনা ও সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দোয়া করা হয়। ইফতার শেষে ইন্ডিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে র কর্ণধার শফিক সরকার ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।