জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইতালিতে যেমন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশীদের বসবাস , তেমনি বৃদ্ধি পাচ্ছে ব্যাবসা প্রতিষ্ঠান, সেই ধারাবাহিকতায় ভেনিসের মেস্রে তে উদ্ভোধন হয়ে গেলে বাংলাদেশী মালিকানাধীন নতুন ব্যাবসা প্রতিষ্ঠান রায়নাস কালেকশন ।
আধুনিক ডিজাইনের নারী ও শিশুদের পোষাকের পাশাপাশি ভেনেটি ব্যাগ ও আকর্ষণীয় ডিজাইনের গহনা নিয়ে স্বল্প পরিসরে ব্যাবসা শুরু করলেও ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার রায়না তাবাসসুম জানান, সরাসরি তার এই ব্যাবসা প্রতিষ্ঠানে ক্রেতারা পছন্দমতো পোষাক ও গহনা ক্রয় করার পাশাপাশি অনলাইনেও ঘরে বসে তার কাছ থেকে পন্য ক্রয় করতে পারবেন ইতালি প্রবাসী বাংলাদেশীরা। ইতালির যেই কোন প্রান্ত থেকে পছন্দের পোষাক , গহনা ও ভেনিটি ব্যাগ অর্ডার করলেই নির্দিষ্ট সময় পৌঁছে যাবে ক্রেতার বাড়িতে। সেই ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেন নতুন এই নারী উদ্দোক্তা ।
রায়নাস কালেকশন এর শো রুমের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত কমিউনিটির নেতৃবৃন্দ সহ অসংখ্য নারী পুরুষ ।