শিরোনাম
💔 “তুমি আমার নও আর—তবুও ভালোবাসি ফুয়াদ” মাধবপুরে আ.লীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয় আর্চারি লিগে রাহিম হোসেন চৌধুরী ও ইয়াসিনের ব্রোঞ্জ জয় গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই বান্দরবানে বিএনপির প্রার্থী ঘোষণার পরও কোন্দল থামেনি! – আলাদা দলীয় কর্মসূচিতে জনমনে প্রশ্ন আনোয়ারা ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ি দিয়ে আঘাত যুবক নিহত ‎দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক! মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

বার্তা সম্পাদক / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি-

যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যাক্তিকে মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে।
আহত মফিজুর মল্লিক (৪০) শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর গ্রামের মৃত গোলাম মল্লিকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৯মার্চ) সাকলে মথুরাপুর বাজারে। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা যায়। এঘটনায় ইউনিয়ন বিএনপি বৃহস্পতিবার (২০মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মথুরাপুর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাষ্টারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ সভাপতি নওয়াব সরদার, ফরহাদ হোসেন, থানা বিএনপির সহ সভাপতি ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সাধানর সম্পাদক মাহামুদ কবির, সাংগঠনিক সম্পাদক জাকির মোল্যা, সিনিয়র সহ সভাপিত শাহাজাহান মল্লিক, সহ সভাপতি হেকমত, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মোড়ল, তৈহিদ মোল্যা, প্রচার সম্পাদক রাসেল শেখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা থেকে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহবান জানান অতি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখমুখি করা হোক । 

এজাহার সূত্রে জানা যায়, মো.সুমন শেখ এর নিকট ৫হাজার টাকা পাবে মফিজুর মল্লিক। গত ১৬মার্চ পাওনা টাকা ফেরত চাইতে গেলে মফিজুর মল্লিকের উপর চড়াও হয় সুমন শেখ। গত বুধবার (১৯ মার্চ) সকালে নিজ বসতবাড়ি থেকে মফিজুর মল্লিক মথুরাপুর বাজারে আসলে পূর্ব-পরিকল্পিত ভাবে মো.আশরাবুর মোল্যা, মো.সুমন, নাজমুল মোল্যা, আতাউর মোল্যা, মো. আজাহার, রফিকুল মোল্যা, বুলবুল গাজী, মো.তারেক, আকবার ফকির, জামান শেখ সহ অজ্ঞাত  ৩ থেকে ৪ জনে মিলে মফিজুর মল্লিকের গতি পথ আটকে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ী আঘাতে মফিজুর মল্লিক এর হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় মফিজুর মল্লিকের পকেটে থাকা নগদ ৮৫ হাজার টাকা ও একটি এক লক্ষ পচাত্তর হাজার টাকা মুল্য মানের সোনার চেন নিয়ে নেই। মফিজুর মল্লিকের চিৎকার শুনে আসপাশের লোক আগাইয়া গেলে হামলাকারীরা চলে যায়।
বিষয় অভয়নগর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মাদ আলীম বলেন, মথুরাপুর গ্রামে মারামারির ঘটনায় একটা এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত পুর্বক পরর্বতি ব্যবস্থা  গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ