আলীকদম উপজেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন আলীকদম ০৩ নং নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দল।
আজ (বৃহস্পতিবার) ১৯ তম রমজানে আলীকদম উপজেলাধীন নয়াপাড়া ইউনিয়নস্থ বাগান পাড়া চৌরাস্তার মোড়ে ইউনিয়ন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
০৩নং নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাফর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহজাহান মনুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্যোশ্যে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংক্যানু মার্মা,সাবেক সাধারণ সম্পাদক আলীকদম উপজেলা বিএনপি।উপজেলা শ্রমিক দল সভাপতি, চুরুত আলম..সাধারণ সম্পাদক নুরুল আফসার ছোটন, নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আবু জুয়েল নুরখানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অসুস্থ বেগম খালেদাজিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়, এসময় মোনাজাত পরিচালনা করেন বাগান পাড়া জামে মসজিদের খতিব মৌলানা ফারুক আহমেদ।