ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের দালালপাড়ায় টাকা ছিনতাই করার সময় মশিউর রহমান (৪২) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দালালাপাড়া বাথান এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খাইরুল বাসারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ঝিলিম ইউনিয়নের দালাল পাড়া এলাকা দিয়ে আদিত্য রায়ের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মশিউর রহমান ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে মশিউর রহমান পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনিয়ে নেয়ার দায়ে মশিউরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650