আলীকদম প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ ইং সম্পন্ন হয়েছে।
অদ্য ২০ই মার্চ রোজ: বৃহস্পতিবার, আলীকদম সেনা জোন পরিচালিত ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ তাওহীদ আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে কালাম থেকে তেলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক জনাব মাহমুদুল হক, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনাব জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মাশুক আহমেদ, সি: যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম আহবায়ক, মনছুর আলম, উক্ত অনুষ্ঠান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাশুক ইলাহি আমীর, জামায়াত ইসলামী আলীকদম উপজেলা।