আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় গরু চোর ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার। এবার চোরকে ধরে দুই গ্রাম পুলিশ পেলেন সেই পুরস্কার।
বুধবার (১৯ মার্চ) রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ওই তুলে দেন চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ মো. আবদুর রহিম ও ৬ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ আজিম উদ্দিন চৌধুরীকে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে চাতরী চৌমুহনী এলাকা দিয়ে গরু বোঝাই একটি পিকআপ দেখে থানা পুলিশকে খবর দেয় এই দুই গ্রামপুলিশ। তাদের দেওয়া তথ্যেমতে পুলিশের নাইট পেট্টোল-১২ টিমরা গরু বোঝাই পিকআপটি ধাওয়া করে পিকআপে থাকা ০৩টি চোরাই গরুসহ ২ জন চোরকে আটক করে পুলিশ।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রামের রাউজানের ছত্তারহাট এলাকায় থেকে গরু গুলো চুরি করে বাঁশখালী এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। এঘটনায় থানার এসআই জ্যোতিষ চন্দ্রদেব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই ভাল কাজের পুরস্কার হিসেবে গ্রামপুলিশদের ২টি মোবাইল ফোন দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ওসি মো. মনির হোসেন বলেন, গরুসহ চোরদের ধরার সহযোগিতার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতিশ্রুতির আলোকে উত্তম পুরস্কার হিসেবে ২টি মোবাইল ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়। এতে তাদের কাজের গতিও আরও বৃদ্ধিসহ জনগণের জানমালের নিরাপত্তায় আরও ভূমিকা রাখবে বলে আশা করছি।