রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুর মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালন কালে আইনজীবি সহকারী পরিচয়দানকারী দুই সন্ত্রাসী ও তাদের সহয়োগীদের হামলায় প্রথম আলো রংপুরের ষ্টাফ রিপোটার জহির রায়হান জুয়েল, কালবেলার রেদওয়ান রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন,খবরের কাগজের সেলিম সরকার সহ ৮ সাংবাদিক আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা দুটি টিভি ক্যামেরা ভাংচুর করা সহ তান্ডব চালায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। এ ঘটনায় রংপুর আইনজিবী সমিতির সাধারন সম্পাদক আফতাব উদ্দিন আহাম্মেদের কাছে লিখিত অভিযোগ করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে গনমাধ্যম কর্মীরা।প্রত্যাক্ষদর্শী ও গনমাধ্যম কর্মীরা জানায়, বুধবার ব্যবসায়ী অমিত বনিককে একটি চাঁদাবাজি মামলায় দুই দিনের রিমান্ড শেষে রংপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্য রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানা থেকে আদালদে তোলা হলে খবর সংগ্রহ ও ছবি ধারন করার সময় আইনজিবী সহকারী জাভেদ যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন আলমগীরকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালাগাল দিতে থাকে। এ সময় এনটিভির আরমান হোসেন,এটিএন নিউজের মনিরুজ্জামান এবং এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম প্রতিবাদ করলে আইনজিবী সহকারী জাভেদ দেখে নেবার হুমকি দিয়ে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে গনমাধ্যম কর্মীরা মেট্রোপলিটারন আদালত থেকে নেমে আদালত চত্বরে ন্যায় কুজ্ঞের সামনে আসলে আইনজিবী সহকারী জাভেদ ও আতিয়ার ভাঙ্গা ইটের টুকরা ও বেঞ্চ নিয়ে দৈনিক কালবেলা প্রতিনিধি রেজওয়ান রনির উপর হামলা চালায় কলার চেপে ধরে মারধর করে। রনি মাটিতে পড়ে গেলে জাভেদ ও আতিয়ার রনির শ্বাস রোধ করে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এ সময় অন্যান্য গনমাধ্যম কর্মীরা এসে তাকে রক্ষা করে। এরপর গনমাধ্যম কর্মীরা এক জোট হয়ে প্রতিবাদ করলে আইনজিবী সহকারী জাভেদ ও আতিয়ারের নেতৃত্বে ১০/১২ অজ্ঞাত নামা সন্ত্রাসী আবারো গনমাধ্যম কর্মীদের উপর হামলা চালায়। এতে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ বাপ্পি,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান জুয়েল, একুশে টিভির ক্যামেরাপার্সন আলী হায়দার রনি, খবরের কাগজের রংপুর প্রতিনিধি সেলিম সরকার আহত হয়। এ সময় দুটি ভিডিও ক্যামেরা ভাংচুর করে সন্ত্রাসীরা। গনমাধ্যম কর্মীদের উপর হামলা কালে তাদের উদ্দেশ্যে ও গনমাধ্যমের প্রতি কুরুচিপুর্ন মন্তব্য করতে থাকে। খবর পেয়ে আইনজিবী ও বিচারপ্রার্থী সাধারন মানুষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এ ব্যাপারে কালবেলা প্রতিনিধি রেজওয়ান রনি জানান, আইনজিবী সহকারী জাভেদ ও আতিয়ার আদালত চত্বরে নিরীহ বিচারপ্রার্থীদের উপর বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া টাকা কেড়ে নেয়া নানান অপকর্মের সাথে জড়িত। তিনি জানান সহকর্মীদের উপর হামলার প্রতিবাদ করায় তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করে প্রতিকার দাবি করেন।এদিকে এ ঘটনা জানাজানি হলে গনমাধ্যম কর্মীরা রংপুর আইনজিবী সমিতির সাধারন সম্পাদক পিপি আফতাব উদ্দিন সরকারের কাছে লিখিত অভিযোগ করে প্রতিকার দাবি করেন। এ ব্যাপারে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি দায়িদের লাইসেস্ন বাতিল সহ কঠোর ব্যাবস্থা নেয়া হবে।এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে ওসি আতাউর রহমান জানান, ঘটনাটি শুনেছেন লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৫ টা গনমাধ্যম কর্মীদের পক্ষে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।