নারায়ণ সরকার (নয়ন) হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে দুটি চুরাই গরু ও একটি সিএনজি জব্দ করেন পুলিশ।
বুধবার (১৯ মার্চ ) রাত তিনটার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হারুন এর নেতৃত্বে উপজেলার ৬নং শাহজানপুর ইউনিয়নের শিমনা চড়া এলাকার জামতলী যাত্রী ছাওনির সামনে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশের সিগনাল অমান্য করে দ্রুতগতিতে সিএনজি চালিয়ে একটু দূরে গিয়ে সিএনজি রেখে পাচারকারীরা পালিয়ে যায় । এসময় সিএনজির ভিতর থেকে একটি গাভী ও একটি বাছুর সহ সিএনজি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান ।
অভিযান পরিচালনাকারী তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হারুন জানান, জব্দকৃত গরু ও সিএনজি পুলিশ হেফাজতে আছে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান ।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650