নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কখনোও দিনে কিংবা রাতে অবৈধ মাটি কাটা কাজ বন্ধ করতে, কখনোও বাজার দর স্বাভাবিক রাখতে আবার কখনোও বিভিন্ন বেকারী ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এতে করে বাজারে কোন পণ্যের নির্ধারিত দামের বেশি নেওয়ার কোন সুযোগ না থাকায় বর্তমানে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষদের হাতের নাগালে থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন ভোক্তারা। অপরদিকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি খনন করার সুযোগ নেই। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে এমন অভিযান সারা বছরই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান জানান জেলা প্রশাসক ও ইউএনও স্যারের দিক নির্দেশনায় উপজেলায় প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে। উপজেলার কোন স্থানে কোন অবৈধ কর্মকান্ড চলার যৌক্তিক খবর পেলেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিমপুর বাজার সংলগ্ন স্থানের একটি বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কওে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এমন অভিযানের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650