ঈদগাঁও সংবাদদাতা
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ সিকদার পাড়া শফিউল করিমের বয়সী কন্যা শাহারিয়া করিম অনিকার খোঁঁজে দিশেহারা হয়ে পড়েন।
১ রমজানের তারিখ হতে নিখোঁজ রয়েছে। চৌদ্দ বছর বয়সী অনিকা ঈদগাও ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রণির ছাত্রী। তার পরিবার জানান, ১৯ দিন ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। কন্যা হারানোয় অভিভাবকরা শোকে মুহ্যমান। তাদের আবেদন কেউ যদি সন্ধান পায় পরিবারটি উদ্বেগ উৎকণ্ঠা হতে মুক্তি পাবে।