আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাতে দর্জি দোকান বা টেইলার্সগুলোতে যেন দম ফেলার ফুসরত নেই। দিন-রাত সমান ব্যস্ততা। কেউ মাপ নিচ্ছেন, কেউ কাটছেন, আবার কেউ সেলাইয়ে ব্যস্ত রয়েছেন। মোট কথা, সঠিক সময়ে গ্রাহকদের কাজ বুঝিয়ে দিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন কারিগররা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে দর্জিদের।
ঈদে ধনী-গরিব ছোট-বড় সবাই নতুন জামা কাপড় পরিধান করে। অনেকে তৈরি পোশাক (রেডিমেড) পছন্দ করেন, আবার অনেকে নিজ পছন্দ অনুযায়ী দর্জির দোকানে সেলাই করা পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে রেডিমেড পোশাক অনেক সময় শরীরের সাথে পুরোপুরি মানানসই হয় না বলে টেইলার্সে সেলাই করা পোশাকের প্রতি আগ্রহ থাকে বেশি।তবে সময় মতো ডেলিভারি দিতে পারবেন না জানিয়ে ইতোমধ্যে অনেক টেইলার্স অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। এক কথায় দর্জিপাড়ার দোকালগুলো ভীষণ ব্যস্ততার মধ্যে সময় পার করছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সেলাই মেশিনের শব্দ আর কাটাকাটিতে মুখরিত দর্জি দোকানগুলো। কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ দিচ্ছেন সুতোয় কারুকাজ। বাহারি নকশার কাপড় বানাতে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, থ্রি-পিচসহ বিভিন্ন ধরনের পছন্দমত কাপড় কিনে ক্রেতারা ভীড় জমাচ্ছেন দর্জি দোকানগুলোতে।
নতুন পোশাক সেলাই করতে আসা মহিউদ্দীন নামে এক ক্রেতা জানান, সামনে ঈদ তাই ঈদের সময় পাঞ্জাবিটা অনেক গুরুত্বপূর্ণ। তাই নিজের পছন্দমত দোকানে আসলাম একটা পাঞ্জাবি সেলাই করাতে।
নিউ সেঞ্চুরি এন্ড টেইলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ হামিদ জানান, ঈদের বাকি আছে ১২ দিন। এরমধ্যে অনেকেই পাঞ্জাবি শার্ট, প্যান্ট, নিজের পছন্দমত দেখে শুনে জামা বানাচ্ছেন। কয়েকদিন ধরে আমরা অনেক ব্যস্ত সময় পার করছি কারণ আমাদের ক্রেতা সংখ্যা অনেকটাই বেড়েছে।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650