নিজস্ব সংবাদদাতা,
থানচি,বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলা জাতীয় হালনাগাদ ভোটার তালিকায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল হামিদ ।
১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টা থানচি উপজেলার সদর ইউনিয়নের সমাপনি ছবিতোলার কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোগাম্মদ আবদুল্লাহ -আল- ফয়সাল।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ অর্খবছরের থানচি উপজেলার নতুন ভোটার আবেদন করা হয়েছে ১১৫২জন ৪৪ জন আবদেনের সামান্য ক্রুটি হওয়াই ১১০৮ জনকে ছবিতোলা হয়েছে বাকিদের ক্রুটিপুর্ন কাগজ পত্র জমা দিলে তাদের আবেদন উপজেলার
হালনাগাদহালনাগাদ ভোটার তালিকা পর্যবেক্ষণ ও
মনিটরিং কমিটি পর্যালোচনা করে গ্রহন করা ব্যবস্থা নেবে ।
এর মধ্যে ১নং রেমাক্রী ইউনিয়নে নতুন ভোটার সংখ্যা ৩৩০ জন, ২নং তিন্দু ইউনিয়নের ২১৪ জন, ৩নং থানচি সদর ৩১৫ জন এবং ৪নং বলিপাড়া ইউনিয়নে ২৪৯ জন।
গত ১৩ মার্চ হতে দুর্গম ইউনিয়নের ছবিতোলার কার্যক্রম শুরু করেন ১৮ মার্চ সমাপ্ত করেন সদর ইউনিয়ন পরিষদের।
তুন প্রজন্মে উদয়মান তরুণ-তরুণী এবং স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নতুন ভোটার হতে পেরে উৎসব মুখর পরিবেশে ছবি তোলার কার্যক্রমের স্ব:স্ফুর্তভাবে নির্দিষ্ট কেন্দ্রে প্রতিটি ইউনিয়ন পরিষদে এসে ছবি তোলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল হামিদ জানান, পবিত্র রমজান মাস হওয়াই কার্যক্রম শুরুতে আমি চিন্তিত ছিলাম। কারণ পাহাড়ী অঞ্চলের পরিবেশ আলাদা, সমতলের পরিবেশের মতো নয়। এখানকার যাতায়ত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধের নয়। কিন্তু ছবি তোলা কেন্দ্রে গিয়ে দেখি নতুন ভোটারা ব্যাপক উৎসহ উদীপনায় নিয়ে ছবি তোলার কেন্দ্রে আসছেন এবং স্বতস্ফুর্ত ভাবে আমাদের সহযোগীতা করছেন এবং জনপ্রতিনিধিরা ও সহযোগীতা করছেন আমাদের অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরা হালনাগাদ ভোটারে ছবিতোলা কার্যক্রম সম্পন্ন করতে পারায় আমি মুগ্ধ।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650