এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে গুরুত্বপূর্ণ কবি নুরুল হুদা সড়কের সংস্কারের কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। ঠিকাদারের গাফেলতিসহ নিম্নমানের উপকরণ দিয়ে সড়কটি সংস্কার করা হলেও একমাস যেতে না যেতে সড়কটি ভেঙ্গে খানাখন্দকে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
ইউনিয়নের খোদাইবাড়ি আরকান সড়ক থেকে শুরু হয়ে পুরো ইসলামাবাদে বিস্তৃত সড়কটি মরণ ফাঁদে পরিনত। বর্তমানে চলাচল সড়কটির কার্পেটিং খুলে ফেলায় বড় বড় গর্ত ও ধুলাবালির কারণে পথচারীদের দুর্ভোগ আর দুর্গতির শেষ নেই। প্রায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করেন পথচারী ও যাত্রীরা।
দেখা যায়, ইসলামাবাদ ইউনিয়নে কবি নুরুল হুদা সড়কটি ভেঙ্গে খানাখন্দকে ভরে গেছে। একমাস আগে থেকে এ সড়কের কার্পেটিং খুলে ফেলে দৃশ্যমান কিছু কাজ দেখা গেলেও বর্তমানে তেমন কোন কাজ দেখা যাচ্ছেনা। প্রতিদিন সাধারণ মানুষ ও পথচারীদের অভিযোগ সড়কটির পরিপূর্ণ কাজ কবে শেষ হবে।
পরিপূর্ণ কাজ শেষ হলেও কিছুদিন যেতে না যেতে কার্পেটিং ভেঙ্গে গিয়ে পাথর বের হয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয় । এসব গর্তে প্রায় সময় পানি জমে থাকে। এ কারণে পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। রিক্সা, ভ্যান,ব্যাটারি চালিত অটো ও মোটর সাইকেল চালকরা চলাচল করতে গিয়ে প্রায় সময়ে দুর্ঘটনায় পতিত হয়। দীর্ঘদিন যাবত সড়কটি টেকসই সংস্কার না হওয়ায় চরম বিপাকে পড়েছেন পথচারীসহ সর্বস্তরের জনগন। হালকা বৃষ্টি হলেই সড়কে জমে থাকে কাঁদা-পানি। এ দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বা উপজেলা প্রশাসন এগিয়ে আসছেনা বলে স্থানীয়দের অভিযোগ।
ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, এ সড়কের কাজসমুহ পরিষদের আন্ডারে না।
ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাংগঠনিক সম্পাদক কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম জানান, জনবহুল ও ব্যস্ততম কবি নুরুল হুদা সড়কটি দ্রুত সময়ে সংস্কার অতিব জরুরী। হরেক রকমের যানবাহন চলাচলে ধুলোবালির কারনে বিপাকে পড়েন পথচারীরা।
ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী জানান, কবি নুরুল হুদা সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত। যার কারনে প্রতিনিয়ত অসংখ্য পথচারী চলাচলে নানাভাবে কষ্ট পাচ্ছেন। দ্রুতগতিতে সংস্কারের দাবী এলাকাবাসীর।
স্থানীয় সচেতন লোকজনের মতে, ঠিকাদারের অনিয়মের কারণে সড়কটির এ দুরবস্থা। কাজের কাজ কিছুই নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হোক।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650