জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইতালির পাদোভা শহর শাখা স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজমত উল্লাহ সিকদার ও সদস্য সচিব নূর হোসেন জমির সাক্ষরিত প্যাডে ২১ জনের নাম ঘোষণা করা হয়। নবগঠিত পাদোভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কামরুল হাসান সজল ও সদস্য সচিব মো : গোলাম সারোয়ার মুন্না। এছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সরদার , যুগ্ম আহবায়ক যথাক্রমে মো: মাহফুজুর রহমান , ওবায়দুল মোল্লা , কবির হোসেন , রাশেদ রানা , মাছুম সরকার , ফজলুল হক টিটু , মাহফুজুর রহমান সুমন , মুহাম্মদ আব্দুল কুদ্দুস , সদস্য হিসেবে যারা রয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম সাগর , মো: জাবেদ হোসেন ভূইয়া৷, তারিক হাছান , সালা উদ্দিন , সালেহ আহমেদ , আমাম হোসেন , মো: সোহাগ , বিপ্লব খান , মুকবুল খাঁ , মো: নাছির উদ্দীন।
উল্লেখ্য যে, উত্তর ইতালিতে স্বেচ্ছাসেবক দল কে শক্তিশালি করতে ও দলের জন্য প্রবাস হতে কাজ করতে ত্যাগী ও পরিশ্রমী নেতা, কর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের কল্ল্যানে কাজ করতে বিভিন্ন শহরে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হচ্ছে।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650