মানুষ শব্দটির আছে অনেক গুণ,
পরিমাপ পরিমার্জন,
মানুষের রক্ত মাংসে গড়া আবেগ
বিবেক প্রজ্ঞাসনে মন।
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, রহস্যময়
এক নিরাপদ ভ্রাতৃঘাতী বটে,
পৃথিবীর যত বিষ্ময়কর শাস্ত্র গ্রন্থশালা
সর্ব হিসেবে আবিস্কার ও খটখটে।
বচন হতে কথোপকথন, শিরা উপশিরা
তপ্ত শীতল কণ্ঠ, স্বর ও লয়ের প্রাপ্তি,
কঠিন সহজেয় অনুমেয় বিশ্বাসে হযবরল
পৃথিবীর দে-শ কালে সব বলয়ের আর্তি।
মানুষ ও পশুর ফারাকে মানুষ সবার
সেরা, সর্ব ইন্দ্রজিৎ মহা ভয়,
মানুষিক রহস্যের গণ্ডি পেরিয়ে মৃত্যু কোলে
হাসতে পারা এই যেনো মানুষময়।
কখনো মানুষ ঘৃণা দ্বেষ রোষানলে পুড়িয়ে দেয়
নিজেরা নিজেদেরকেই সহস্র বার,
সৃষ্টির সৃজনে গড়ে লোকালয় হতে দেবালয় স্রষ্টার
আরাধনায় ব্যস্ত পুন্যময় পারাবার।
মানুষই গড়ে ভাঙে শতাব্দীর পরে শতাব্দী
ইতিহাস ঐতিহ্যের উপহারগুলো,
পৃথিবীর সেরা মানুষ জাতি এগিয়ে চলা রহস্যময়
বিশ্বাসে অটুট মহা বিদ্বেষের ধুলো।
মানুষ সেই মানুষ যার ইতি, প্রাপ্তি অপ্রাপ্তি খেয়ালীপনায় স্বপ্নিল আলোক আভায়,
মানুষ অদ্ভুত এক প্রাণী নিজ জাতি হতে ভিন্ন
হলেই একে অন্যেরে শেষ করে দেয় যা মানুষেই ভাবায়।
হুস থাকলেই মানুষ , বেহুসে পাগল, পৃথিবী ব্যপিয়া
রয়েছে মানুষ জাতির বসবাস,
মানুষের লিখে যাওয়া সব কিছুই পচন শীল সৃষ্টি তব
স্রষ্টার আরাধনার রয়েছে ইতিহাস ।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650