নিষ্ঠুরতার কালো ছায়া, ঢাকে চারিধার,
মনুষ্যত্বের অন্তরালে, যেন অন্ধকার।
হিংস্রতার বিষাক্ত নিঃশ্বাস, বয়ে যায়,
সহানুভূতির ক্ষীণ আলো, নিভে যায়।
কোমল হৃদয়গুলো, হয় ক্ষতবিক্ষত,
অসহায় আর্তনাদে, কাঁপে অবিরত।
ন্যায়বিচারের বাণী, স্তব্ধ আজ,
অত্যাচারের আঘাতে, নষ্ট জীবনের সাজ।
মানুষের রূপ ধরে, পশুত্বের উল্লাস,
ক্ষুদ্র স্বার্থের মোহে, করে সর্বনাশ।
লোভের আগুনে পোড়ে, মানবতা আজ,
স্নেহ-প্রেমের বন্ধন, ভেঙে করে সাজ।
কঠিন হৃদয়ের মাঝে, নেই করুণার স্থান,
নির্যাতনের চক্রে, পিষ্ট হয় প্রাণ।
চোখের কোণে অশ্রু, ঝরে নীরবে,
বেদনার গভীরতা, কে বোঝে ভবে?
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650