নিজস্ব সংবাদদাতা
সারা দেশের ন্যায় বান্দরবানে থানচিতে ও জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন -২০২৫ সেবা কার্যক্রম শুরু হয়েছে। ১৫ মার্চ শনিবার সকালে থানচি উপজেলার নাইন্দারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন করেন থানচি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ।
একইভাবে থানচি উপজেলার ৪টি ইউনিয়নের স্থায়ী ১ টি কেন্দ্র ও অস্থায়ী ভাবে ৯৪টি কেন্দ্রে মোট ৪৮ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৬২৬ জন শিশু একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩,৬৫১ জন শিশুদের লাল রঙের ভিটামিন 'এ' কাপসুল খাওয়ানো হবে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ সময় স্বাস্থ্য বিভাগের বান্দরবান জেলার স্বাস্থ্য পরিদর্শক উবামং মারমা, ব্র্যাক ম্যানেজার প্রিয়লাল তংচংগ্যা, স্বাস্থ্য পরিদর্শক ওঁ প্রকাশ সেন,
থানা উপসহকারী পুলিশ পরিদর্শক পরিমল দে প্রমূখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, সব শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল আওতায় আনা তাদের একমাত্র লক্ষ্য। যাতে শিশুরা সুস্থ থাকতে পারে। শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোনো শিশুই যেন ঝরে না পরে। তবে দুর্গম এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা নিয়েছে।
অনুপম মারমা
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650