মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থনকারী যুবলীগ, ছাত্র লীগ এর বিভিন্ন প্রোগ্রামে সামিল দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঞা সাঈদ (৫১) কে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম ওই এলাকার মৃত্যু আব্দুল মোন্নাফ আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১৮ই জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গতবছরের ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে উলিপুর থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650