ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভোররাতে নাফিজ-তাসিম নামে একটি বল্বহেড আরেকটি লাইটার জাহাজ এর সঙ্গে ধাক্কা দিলে নাফিজ-তাসিম বাল্কহেডের সুকানী ওমর আলী(৫৫ নিখোঁজ হয়েছে। জানা যায় ভোররাত আনুমানিক সাড়ে ৪ টায় এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নিখোঁজ বল্বহেডের সুকানীর ছেলে রবিন( ২৭) বলেন,বল্বহেডটি ভোলা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসের পরে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি-ভবানীপুর এলাকায় একটি লাইটার জাহাজ এর সঙ্গে বাল্বহেডটি ধাক্কাদিলে বল্বহেডের সুকানী তার বাবা ওমর আলী মেঘনা নদীতে পড়ে যায়।সে সঙ্গে বাল্বহেডের ড্রাইভার মোঃজাহাদুল(২৩) মাথায় আঘাত পায়।তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।তার মাথায় ৬টি সেঁলায় হয়েছে।তাকে সেবার করার জন্য দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার,বাজিতপুর উপজেলার,পাটুলী গ্রামে স্বজনরা নিয়ে যায়।
ঘটনার পর সকাল বেলা গজারিয়া ফায়ার সার্ভিস আসে,পরে গজারিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এবং নৌ পুলিশ আসে।তারা প্রাথমিক ভাবে খুঁজাখুঁজি করার পর না পেলে।বেলা তিন টারদিকে ঢাকা থেকে তিনজন ডুবুরি সহ পাঁচ সদস্যের টিম এসে নদীতে ২ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখুঁজ ওমর আলী কে খুঁজে পায়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানায়,তথ্য পাবার পরপর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।সেখানে ফায়ার সার্ভিস,ডুবুরি,এবং নৌ পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযানে কাজ করছে।যতটুকু জানি এখনও লাশ পাওয়া যায়নি।