শিরোনাম
EuroTrip 2025 High Quality To𝚛rent রুমা উপজেলার সুংসুং পাড়া সাব জোনের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকা থাইক্ষ্যং পাড়ায় বম জনগোষ্ঠীর সাথে ১৬ ইস্ট বেঙ্গল রেজিঃ এর মতবিনিময়সভা ও সারাদিনব্যাপী সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান গজারিয়া মধ্যরাতে মেঘনা নদীতে বিশেষ অভিযানে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার গজারিয়া নিখোঁজের দুই দিন পর নৌযান শ্রমিকের লাশ উদ্ধার গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী পেঁপে দেয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ৬৫ বছরের বক্কর আটক কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলা শাখার জাসাস কর্মী সভা অনুষ্ঠিত দুস্থ, অসহায় ও অতিদরিদ্র ২হাজার ৩৪ পরিবার পেল পবিত্র ঈদ-উল-ফিতর চাল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত In The Lost Lands 2025 4K Magnet
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

শ্যামনগরে টেকসই বেড়িবাধ নির্মাণে আর রাদ কনস্ট্রাকশানের দুর্নীতি অনিয়ম ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

বার্তা সম্পাদক / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

এম মনিরুল ইসলাম

১০ই মার্চ সোমবার, দুপুর ১২ টায় শ্যামনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,ফ্যাসিস্ট আওয়ামী শাসনামালেই দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ইউনিয়ন দূর্যোগে, নদী ভাঙনে ক্ষতিগ্রন্থ যাহা সকল প্রশাসন ও দেশবাসী অবগত আছেন।

টেকসই বেড়িবাধ নির্মানের স্বার্থে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা (পওর) বিভাগ এক এর তত্ত্বাবধানে আর রাদ কনস্ট্রাকশান শর্তাধিকারী জনাব সবুজখানের ঠিকাদারীতে ৫নং পোল্ডারে ৫টি পয়েন্টের প্রায় শত কোটি টাকার প্রকল্প ৬/১২/২০২২ তাং হতে দুই বছর মেয়াদী চুক্তিবদ্ধ হন। ঠিকাদারের কার্যক্রম বাস্থবায়নের নিমিত্তে নদীর চরে মাঠ খুজতে তিনি এক পর্যায়ে সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে ক্ষমতার দাপটে আমার প্রস্তুতকৃত আঠারো বছরের পরিচালিত মৎস্যঘের যাহা মন্ত্রনালয় হতে চিংড়ী মহল ঘোষিত বুড়িগোয়ালিনী মৌজার ৪ একর মৎস্যঘেরটি মাছ থাকা অবস্থায় কোন সরকারী নোটিশ ছাড়া বালি ভরাট দিয়ে খেসারত দিবে মর্মে তৎকালীন নির্বাহী অফিসার আক্তার হোসেন সাহেবের সামনে কথা দিয়ে দখল করে নেয়, এবং দীর্ঘদিন কাজ চলমান রয়েছে কিন্তু ক্ষয়ক্ষতি প্রদানের ব্যাপারে তিনি কোনদিন খোজখবর নেন না। ৫ আগষ্টের পরে তার ম্যানেজার মোজাম্মেল হক কে আহবান জানিয়ে সকল বিষয় উপস্থাপন করার পর সবুজ খান কাগজপত্র দেখার কথা বলেন। এ সময় তার ম্যানেজার কে সকল কাগজপত্র উপস্থাপন করা হয়। হঠাৎ করে বেশ কিছুদিন পর অর্থাৎ ২২ আগষ্ট ২৪ তারিখ যৌথ বাহিনী বরাবর চাঁদাবাজি দূষ্কৃতিকারী আরো অনেক কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে পেরে আমি ২দিন পরে  ২৪ আগষ্ট আমার সাথে সাংবাদিক শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান সহ সেনাবাহিনির সাথে দেখা করে বাস্তব ঘটনা তুলে ধরলে আমার সকল কাগজপত্র দেখভাল করে যৌথবাহিনী সবুজ খানকে মোবাইল ফোনের মাধ্যমে আমার ক্ষয়ক্ষতি বুঝিয়ে দিতে বলেন। এবং উপজেলা তৎকালীন নির্বাহী অফিসার সঞ্জিব দাশ বরাবর এর নিকটে গিয়ে আমার ক্ষতিপূরণ বিষয়ে নিষ্পত্তি করতে বলেন। আমি সেনাবাহিনীর পরামর্শ অনুযায়ী অভিযোগ দাখিল করি। এরপর উপজেলা নির্বাহী অফিসার বদলি হওয়ায় আমার অভিযোগটি স্তবির হয়ে পড়ে। আমি নিরুপায় হয়ে ক্ষয়ক্ষতি পেতে এবং আমার জায়গা কখন উন্মুক্ত করবেন তা নিশ্চিত হতে গত ৯ ডিসেম্বর ২৪ জেলা প্রশাসক বরাবর আবেদন জানালে তা বর্তমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর তদন্তের জন্য প্রেরণ করেন যা তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে সামনে দুর্যোগ কালীন আমাদের করণীয় বিষয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ইউনিয়নের সকল এনজিওদের উপস্থিতিতে সদস্যদের আলোচনায় জাইকার কাজের অচল অবস্থা নিয়ে আলোচনা উঠে আসে। একপর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ ২০২৫ সংশ্লিষ্ট এলাকাবাসী মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলীপি প্রদান করি। ৬ মার্চ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, এসডিই, এসও এবং আমি সহ স্থানীয় জনগোষ্ঠী এবং ইউপি সদস্যবৃন্দ সরজমিনে পরির্দশনকালে কাজের মান এবং সময় ক্ষেপন নিয়ে কথা উঠলে এসডিই কাজের বেহাল দশার জন্য সবুজ খানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে মর্মে নির্বাহী অফিসার কে অবহিত করেন। ৮ মার্চ আর রাদ কনস্ট্রাকশনের মালিক সবুজ খানের পক্ষে এডমিন ইনচার্জ আব্দুর রহমান সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। মূলত সংবাদ সম্মেলনে ২টি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। (ক) তারা যথাযথ কাজের মান উন্নত রেখে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবী করেন। (খ) বুড়িগোয়ালীনির চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম আমাদের কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে এবং কাজে বাঁধা প্রদান করছে। তিনি আরো বলেন(১) ফ্যাসিস্ট মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে ভাগাভাগীর শতকোটি টাকার কাজ কেন বেহাল দশা?

(২) সময় পার হয়ে গেছে কিন্তু কাজের অগ্রগতি কতটুকু?

(৩) ৫টি পয়েন্টের কাজ প্রকাশ্যে তদন্ত সময়ের দাবী। (৪) দুর্যোগের সময় আগত জনস্বার্থে কাজের অগ্রগতি মানববন্ধন কি তাদের গাত্রদাহ (৫) উপজেলা নির্বাহী অফিসারের সামনে পানি উন্নয়ন বোর্ডের এসডিও এর বক্তব্য ঠিকাদার প্রতিষ্ঠানকে ৫০লাখ টাকা জরিমানা করা হয়েছে (৬) জরিমানাই প্রমাণ করে কাজের দুর্নীতি এবং ব্যর্থতা। শতকোটি টাকার প্রকল্পের দুর্নীতির ব্যর্থতা জরিমানা ও ফ্যাসিস্ট প্রেতাত্তাদের দখলবাজি  ধামাচাপা দিতে সবুজ খানের পক্ষে আব্দুর  রহমানের আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবিদ হাসান, গোবিন্দ পাইক, বিকাশ মণ্ডল, শহিদুল ইসলাম, ইউপি সদস্য সদস্যা মাসুরা পারভীন ও ফাতেমা বেগম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, শিক্ষক মাওলানা রুহুল আমিন জার্নালিস্ট এম মনিরুল ইসলাম ও আব্দুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ