বাহিরের চাকচিক্যে ভরা দুনিয়ায় বহু মানুষ অর্থ সম্পদ বৃদ্ধিতে ব্যস্ত!
কেহ আবার রাজ্যের রাজা হওয়ার স্বপ্নে বিভোর।
দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা অগণন! স্বপ্ন সম্পদের বৃদ্ধি নয়, সন্তান মানুষ করা, দুবেলা দুমুঠো ভাত খেয়ে সম্মানের সাথে বাঁচা।
বহু সংসারে একটি প্রাণের রোজগারে বেঁচে থাকে সম্পূর্ণ পরিবার পরিজন, আমাদের সোনার বাংলাদেশে। বাবা- মা’র কলিজার টুকরা!
কিছু মানুষের সম্পদ বৃদ্ধি, রাজা আর রাজত্ব ধরে রাখার বিনিময়ে দিতে হয়েছে আবু সাঈদ সহ শত শত বাংলা মায়ের সন্তান!
বহু মানুষ ভুলে যায়! এই দুনিয়ায় কেহ আর দুই শ’ বছর বাঁচে না!
দুনিয়ায় কেহ এলে মৃত্যুর স্বাদ নিতেই হবে, এটাই বাস্তব সত্য!
দূর্নীতি, অসৎ উদ্দেশ্যে রাজা আর রাজত্ব, অবৈধ সম্পদ বৃদ্ধি মানুষের সংখ্যা বৃদ্ধি থেকে দেশ ও দেশের সাধারণ মানুষকে রক্ষা করা।
ছাত্র সমাজ আর দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
সততা ও ভালোবাসার দেশ হিসেবে চিহ্নিত হয়ে উঠুক আমাদের সোনার বাংলাদেশ।