নীরব কষ্ট বুকে চেপে,
চোখের কোণে জল জমে।
কেউ বোঝে না মনের কথা,
হৃদয় মাঝে অসীম ব্যথা।
হাসির মুখোশ পরে থাকি,
ভেতরটা যায় পুড়ে ছাই।
কেউ জানে না গভীর ক্ষত,
নীরবে শুধু বয়ে যাই।
রাতের আঁধার সঙ্গী হয়,
স্মৃতিরা দেয় খুব জ্বালা।
কেউ শোনে না হৃদয়ের ডাক,
একলা পথে চলা ভালা।
স্বপ্নগুলো যায় হারিয়ে,
আশাগুলো হয় ম্লান।
কেউ বোঝে না মনের ভাষা,
নীরবে শুধু করি স্নান।
নীরব কষ্ট দেয় যন্ত্রণা,
তবুও থাকি শক্ত হয়ে।
কেউ জানে না মনের জোর,
লড়াই করি ভয়ে ভয়ে।
নীরব কষ্ট হোক শেষ,
আঁধার কেটে আসুক আলো।
কেউ বুঝুক মনের কথা,
ভালোবাসায় থাকুক ভালো।