চারচিকে অরাজকতা নৃশংস খেলা চলছে,
প্রাণীর চেয়ে নিকৃষ্ট মানুষিক সত্তাগুলো ধাপিয়ে চলছে,
এই কেমন স্বাধীনতা !
আমরা চাইনি কেউই চাইনি এমন স্বাধিনতা।
মানুষ মানুষকে প্রাণীর চেয়েও নিকৃষ্ট করে তুলেছে!
হত্যা , ধর্ষণ, জোর জুলুমের রাজত্বে ভরফুর এই ধরা,
রাতুল, পান্না, আছিয়ারা চিৎকার দিয়ে বলে চাইনা না, চাইনা এমন স্বাধীনতা ।
মসজিদ, মন্দির, প্যাগোডা, কেয়াং গুলো যেনো আজ
নিরাপদ নয়! কোথায় আল্লাহ ইশ্বর স্রষ্টা !
তোমার গড়া মানুষের মগজে মহা শয়তান ভর করেছে।
রক্ষা করো ওগো দয়াময় বিধাতা, স্বাধীনতা নয় চাই
মানুষিক মুক্তি সহজ জীবন গাঁথা।
এমন দেশতো চাইনি ! এই কেমন স্বাধীনতা, স্বাধীনতা
তুমি কি শুনছো? নাকি আমাদের আত্মার আহুত চিৎকার শুনতে পাওনা।
আজ তোমাকেই শুনতে হবে,তোমার জন্যই কতো সংগ্রাম বিপ্লব এসেছে এই ধরনীতে।
তোমার রুপের সুধায় পঙ্গপালের ন্যায় ঝাপিয়ে পড়া
জাতি পৃথিবীর কোথাও কি রয়েছে এমন।
এ কেমন স্বাধীনতা ! বির্বস্ত্র মানবতা, লংহীত মানুষিকতা, পাশবিকতা, নিষ্ঠুরতম অধ্যায়,
চারদিকে রোনাজারী চিৎকার চেচামেছি অমানিশার
নিকোষ কালো আতুড়ঘরে ছড়িয়ে ছিঠানো বর্বরতা।
এ কেমন স্বাধীনতা ! এখনো কাটেনী বিদেশিদের পা, ছাটা, কাটেনি ঘোর ছড়িয়ে দেওয়া কুসংস্কার গাথা।
মৌলিক অধিকার রক্ষা হয়নি কভূ, আছে ন্যায়পাল
সরকার, সুশৃঙ্খল বন্টন নীতি, ধর্মীয় অনুশাসন পালন,
সব খুয়ে বসেছে জাতি, ষড়যন্ত্রের বীজ করছে লালন।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650