নিরবধি দুঃখের নদী বহে যায়, নীরবে নিশিদিন,
বেদনার ঢেউ আছড়ে পড়ে, হারায় সুখের লীন।
চোখের কোণে অশ্রু জমে, বুকের গভীরে ক্ষত,
স্মৃতির পাতা উল্টে দেখি, হারিয়ে গেছে কতো।
নিরাশার মেঘ ঘনিয়ে আসে, আঁধার নামে মনে,
স্বপ্নগুলো ভেঙে চুরে, মিশে যায় গোপনে।
কান্নাভেজা রাতে জেগে থাকি, একাকী নিঃস্ব হয়ে,
হারানো দিনের স্মৃতিগুলো, কাঁদায় নীরবে ।
জীবনের পথে চলতে গিয়ে, হোঁচট খেয়ে পড়ি,
ব্যর্থতার গ্লানি নিয়ে, নিজেকেই তবু গড়ি।
তবুও আশায় বুক বাঁধি, একদিন জয় হবে তোর,
দুঃখের নদী শুকিয়ে গিয়ে, জাগবে নতুন ভোর।
আলোর পথে যাত্রা শুরু, মুছে যাবে সব ব্যথা,
হাসির ঝর্ণা বইবে আবার, ফিরে পাবো কথা।
দুঃখের নদী পেরিয়ে গিয়ে, সুখের দেশে যাবো,
নতুন করে জীবনটাকে, আবার ফিরে পাবো।