ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর এলাকায় আলু পরিবহন কাজের ভাড়ার হিস্যা নিয়ে শুক্রবার রাতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, ঘটনাস্থলে যাচ্ছি ফিরে এসে বিস্তারিত জানাতে পারবো পুলিশ , স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী ও করিমখা গ্রাম সংলগ্ন ভাটিচক থেকে আলু পরিবহন কাজের হিস্যা নিয়ে গত শুক্রবার রাত আনুমানিক ১০টায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় হোগলাকান্দি গ্রামের মনির সিকদারের ছেলে একাধিক মামলার আসামী লালুর পক্ষের লোকজন ৬ থেকে ৭ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এ সময় ১৭ থেকে ২৪ রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে সুত্র জানায়, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে আবাদ করা জমি থেকে গোল আলু তুলে মাহেদ্রজাতীয় পরিবহনের মাধ্যমে ভাড়া হিসেবে বস্তা প্রতি অতিরিক্ত টাকা গত কয়েকবছর যাবত আদায় করে আসছিল লালু বাহিনীর লোকজন । চলতি সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর অতিরিক্ত টাকা থেকে কম ভাড়ায় আলু পরিবহন করতে স্থানীয় কৃষকদের প্রস্তাব করেন কমিরখা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো: রমজান মিয়া এতে বাধ সাধে লালুর লোকজন আলু পরিবহনের সময় ওই ভাটিচকে গিয়ে রমজানের লোকজনতে বাধা প্রথমে বাধা প্রদান করে প্রতিপক্ষ পরে উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়। এত কোন পক্ষের লোকজন হতাহত না হলেও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ব্যবহৃত হয় অগ্নেয়াস্ত্র ও ককটেল সরজমিন এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বললেও তারা কেউ প্রকাশ্যে রাতের ঘটনা নিয়ে কথা বলতে রাজী হয়নি।
করিমখা গ্রামের বাসিন্দা মো: রমজান জানান, এলাকার কৃষকদের উৎপাদিত আলু পরিবহনের সময় লালু বাহিনী অতিরিক্ত অর্থ অদায় করে আসছিল। চলতি বছর কৃষকদের অনুরোধে কম ভাড়ায় আলু পরিবহন করার চেষ্টা করাতে লালুর লোকজন আলু পরিবহন কাজে বাধা সৃষ্টি ও আতঙ্ক তৈরী করতে ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
লালুর ব্যবহৃত মোবাইল ফোনে কথা বলতে চাইলে একজন মহিলা জানান, লালু এই ফোন আর ব্যবহার করছে না।
লালুর শ্যালক সৈকত জানান, তারা তাদের জমির আলু পরিবহন করতে গিয়ে রমজানের পক্ষের লোকজনের বাধার সম্মুখীন হয়েছেন।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650