আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন”র উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার চাতরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টার জামে মসজিদে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় পবিত্র কুরআন তেলাওয়াত, আযান, ইসলামী সঙ্গীত,হামত নাত গজলসহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় ১৫ টি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোরশেদ মান্নানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাতরী মোহাম্মদ আলী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ নূর আল-কাদেরী, ইমাম মাওলানা কাজী নূরনবী, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আবুল মনছুর, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দীন, অর্থ সম্পাদক শফি আলম,সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,ধর্ম বিষয় সম্পাদক মোরশেদ কাদের সাগর,,সদস্য ,মোহাম্মদ নেজাম উদ্দীন, মামুনুর রশিদ রেজবী প্রমূখ।