মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলা শিলই ইউনিয়নের অন্তর্গত শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক সফল মন্ত্রী আব্দুল হাইয়ের বাবার নামে করা এই শিক্ষা প্রতিষ্ঠানটি সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের ব্যক্তিগত অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিলো।
গত আওয়ামী লীগ সরকার স্কুলটি নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে।। বহুবার মুন্সীগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক সফল মন্ত্রী আব্দুল হাইয়ের বাবার নামটি মুছে ফেলার চেষ্টা করেছেন ।
গত ৫ই আগস্ট হাসিনা ফ্যাসিস্ট দেশ ছেড়ে চলে যাওয়ার পরে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদে ডিগ্রি পাস সার্টিফিকেট লাগবে।অনেকেই এ ব্যাপারে আগ্রহী দেখালেও ডিগ্রী পাস সার্টিফিকেটের না থাকার কারণে তারা আর ইচ্ছা পোষণ থেকে বিরত থাকে।
কিন্তু খুবই পরিতাপের বিষয় ৫ই আগস্ট হাসিনা ফ্যাসিস্ট বাদী চক্রটির এখনো চক্রান্ত থেমে নেই।।
ব্যক্তিগত এবং গ্রুপিং এর কারণে আওয়ামী লীগ মতাদর্শের একজন লোক মহিউদ্দিন আল মামুন মাস্টার তাকে একটি কু-চক্র মহল তাকে সমর্থন করছে
এই মহি উদ্দিন মাস্টার বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর আওয়ামী লীগের কাজে সহযোগিতা স্কুলের একটি স্মরণিকায় বঙ্গবন্ধুর আত্মজীবনী লিখেছেন সেই স্মরণিকায় বঙ্গবন্ধুর জীবনীকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করেন ২০২০ সালে সেই স্মরণিকা বঙ্গবন্ধুকে রাখাল রাজা হিসেবে উপস্থাপন করেন । এটি সীমাবদ্ধ নয় তিনি গত ফ্যাসিবাদ সরকারের নানান রকমের চক্রান্তের সাথে জড়িত ছিলেন ।
উক্ত স্মরণিকা স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী হাই সাহেবের নামটি একটি বারের জন্য উচ্চারণ করে নি। এই মহিউদ্দিন আল মামুন মাস্টার ব্যক্তিগত ভাবে ছাত্রলীগ করেছে এবং আওয়ামী লীগ করেছে।
এই মহিউদ্দিন আল মামুন মাস্টার ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রলীগ নুরুল ফজল বুলবুলের কমিটিতে সদস্য ছিলেন।
কিছু বিএনপির লোক তাকে সহযোগিতা করার চেষ্টা করছে।।গত ১৭ বছর সে আওয়ামী লীগ করেছে। মহিউদ্দিন আল মামুন
মাস্টার শিলই এখন থাকে না। তিনি এখন রামপালের বসবাস করছেন । তাই শিলই মানুষের কাছে আমার আমাদের প্রশ্ন এখনো হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে আওয়ামী লীগের কোন লোককে দেখতে চান কিনা?
এ বিষয়ে মহিউদ্দিন আল মামুন মাস্টারের সাথে একাধিক বার মোবাইল যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায় ।
প্রশাসনের লোকের কাছে আবেদন কোন ফ্যাসিস্ট কে স্কুলের কমিটিতে রাখা যাবে না।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650