সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ
আজ ৩রা জানুয়ারি সোমবার, এ আই ডি এস ও ডাকে, সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাকলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর বর্বর রচিত ঘটনার প্রতিবাদে এই ধর্মঘট।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের উপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কন ভয়ের গাড়ি চালিয়ে দেওয়ায়। কভয়ের ধাক্কায় গুরুতর আহত এক প্রতিবাদী ছাত্র, এরই প্রতিবাদে পাঁশকুড়া বনমালী কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এ আই ডি এস ও। এবং তা নিয়ে টি এম সি পি এবং এ আই ডিএস ও এর মধ্যে সংঘর্ষ বাধে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে এই আই ডি এস ও র বিক্ষোভকারীরা আহত হয়। এই ধর্মঘট কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ঘটে মেদিনীপুর কলেজেও এস এফ আই এর সাথে টি এম সি পি।
মেদিনীপুর কলেজের মূল গেটের সামনেও অবস্থান করে এস এফ আই সমর্থকেরা। সেই সময় টি এম সি পি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর নেতৃত্বে টি এম সি পি বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। মূলগেট কেন আটকানো হয়, সেই নিয়ে কথোপকথন শুরু হয়, তারপরেই দু পক্ষের মধ্যে মুখোমুখি থেকে হাতাহাতিতে পৌঁছায়, সংঘর্ষ বেঁধে যায় ঘটনায় দুই পক্ষের ওই বেশ কয়েকজন জখম হন তারপর টি এম সি পির কর্মীরা কয়েকজনকে টেনে হিজরে বার করে পুলিশের হাতে তুলে দেয়। সংঘর্ষের ফলে প্রত্যেক কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কোথাও এস এফ আই আবার কোথাও আই এস ডি এস ও ছাত্রদের মারধর করা হয়, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।