মফিজুর রহমান
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদীতে ভাসছে কিশোরের লাশ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকার মাতামুহুরি নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে লাশটি ভাসতে দেখে। এসময় নদীর পাড়ে রাস্তায় একটি ব্যাটারী বিহীন টমটম গাড়ী দেখতে পায়। টমটম গাড়ি চোর সিন্ডিকেট এঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।
পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য নৌ পুলিশের সহায়তা নেন। ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্থানীয়রা একটি লাশ মাতামুহুরি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আমার নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লাশের পরিচয় নিশ্চিত করে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার কফিল উদ্দিন বলেন, নিহতের নাম মোহাম্মদ মজিব (১৭) সে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পেশায় ইজিবাইক (টমটম)গাড়ি চালক। তার পিতা দুবাই প্রবাসী।
নিহতের ভাই আবদুল আজিজ বলেন, গতকাল সন্ধ্যা ৭টায় তার সাথে মোবাইলে কথা হয়। সে তখন গাড়ী চালাচ্ছিল। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খুঁজাখুঁজি করে পাওয়া না গেলে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করি। আজ ১২ টার দিকে খবর পাই মাতামুহুরি নদীতে তার লাশ ভাসছে। তিনি বলেন, বেশ কিছু দিন ধরে এলাকার কিছু চোর তার গাড়িটি চুরি করে লাশ গুম করবে বলে হুমকি দেয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650