পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠার জন্য নানা ষড়যন্ত্র করছে....আমির উদ্দিন
জামালপুর সংবাদদাতা
২ রা মার্চ ঐতিহাসিক স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে স্থানীয় শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান মাষ্টারের সভাপতিত্বে৷ ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন সবুজ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুফি সাধক দেওয়ান, আব্দুল মালেক, সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, প্রবীন সাংবাদিক আব্দুল আউয়াল, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ খান, উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগবাণী নজরুল গবেষণা ও চর্চাকেন্দ্র জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এডভোকেট আবুল বাশার প্রমুখ।
এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা,শহর,সদর উপজেলা শাখার, শ্রমিক জোট, কৃষক জোট ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২ রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির উদ্দিন বলেন ১৯৭২ সালে জাতীয় সরকার গঠনের প্রস্তাবকে উপেক্ষা করার ফলেই জাতিকে চরম বিপর্যয়ে পড়তে হয়েছিল, আজ জাতির ঐতিহাসিক প্রয়োজনে ছাত্রজনতা যে সংস্কারের ডাক দিয়েছেন তাঁরা সমাজের সকল বৈষম্যের বেড়াজাল ভাঙতে প্রস্তুত অতিতের মতো ছাত্রজনতার এই আন্দোলনকে আমরা ব্যর্থ হতে দিবনা, বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রকে উৎখাত করতে হবে,দলীয় শাসনের পরিবর্তে গণশাসনের ব্যবস্থা করতে হবে, এছাড়াও আমির উদ্দিন বলেন পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ তথা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব পার্লামেন্টে দিতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে জনকল্যাণ সাধন করতে হবে। আমরা ৭১' র চেতনাভিত্তিক ও ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে, আমাদের কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম করতে চাই, সংসদে উচ্চকক্ষ গঠন, ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে, উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠন করে বেকার সমস্যা দূর করতে হবে। জেএসডি ঘোষিত ১০ দফা ও রাজনৈতিক তাত্বিক সিরাজুল আলম খানের ১৪ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে জেএসডির হাতকে শক্তিশালী করুন।। এছাড়াও অনুষ্ঠানে নেতৃবৃন্দ ২ রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানান।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান। বার্তা সম্পাদক: মোহাম্মদ শাহনেওয়াজ। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 01616-885650