বান্দরবান জেলা প্রতিনিধি
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হায়দারনাশী গ্রামার স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) পার্বত্য বান্দরবানের লামা উপজেলার বৃহত্তর ফাঁসিয়াখালীতে অবস্থিত হায়দারনাশী গ্রামার স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দদের আসন অলংকৃত এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ এমরান এর সঞ্চালনায় ও বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম বাবলু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ সাইফুল ইসলাম রিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা সার্কেল এর সিনিয়র এএসপি মোঃ নুরুল আনোয়ার। ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দু রহিম। সাবেক ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ শফিউল আলম। ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হায়দারনাশী মুহাম্মুদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ এরশাদুল ইসলাম। ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপেশ চন্দ্র। সাংবাদিক, অবিভাবক, শিক্ষার্থীসহ প্রমুখ।
কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সকাল ১০ঘটিকার সময় অনুষ্ঠান শুরু করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল নাঈম তাসপি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যে বিদ্যালয়ের সফলতা কামনা করেছেন। সেইসাথে সবসময় বিদ্যালয়ের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। এবং সকলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভবন সংকটের কারণে।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিমন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এমন কার্যক্রম আমি অন্য কোথাও দেখিনি। আমি তাদের সফলতা কামনা করছি। সেইসাথে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎসহ সফলতা কামনা করি। এবং আমি সবসময় এই বিদ্যালয়ের পাশে আছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রয়োজন আছে। কথায় আছে “সুস্থ দেহ সুস্থ মন”। ছাত্র ছাত্রীরা খেলাধুলার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে পারে। একটা খেলায় জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে উন্নত শিখরে আরোহণ করে। পারে মাদকমুক্ত ও মোবাইল আসক্তি থেকে মুক্তি দিতে। সেজন্য সরকার এক্সট্রা কারিকুলাম বাদ দিয়ে বর্তমানে কো- কারিকুলাম অ্যাকটিভিটিস চালু করেছেন।
তিনি আরো বলেন, আমি আজ শিক্ষকদের হৃদয়ের কান্না দেখেছি। লামার মধ্যে যদি কোথাও ভবন আসে তাহলে সেটি হায়দারনাশী গ্রামার স্কুলে প্রথম আসবে।
অনুষ্ঠানে শেষে ২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকার নাম ঘোষণা করা হয়েছে। এবং প্রধান অতিথির হাত থেকে তাদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পুরষ্কার বিতরণ শেষে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের সফলতা এবং সমস্যার কথা তুলে ধরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650