নিজস্ব প্রতিবেদক
চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিটেড এর অন্যতম প্রতিষ্ঠান, জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত পত্রিকার ২৯তম বর্ষ উপলক্ষ্যে পুরান ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত গুণিজন ও মিডিয়া কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সর্বমোট ২৯ জনকে এই সম্মাননায় সম্মানিত করা হয়,বিশেষ সম্মাননায় সম্মানিত বি.এম.সাগর গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী, কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-১ এর সভাপতি এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ব্যাকমা’র ভাইস প্রেসিডেন্ট।
তিনি মিডিয়া কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে জাতীয় সাংবাদিক ক্লাব এর মহা সচিব হিসেবে দীর্ঘদিন অবদান রেখেছেন।
জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত ও পুরান ঢাকা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে বি.এম.সাগর এর হাতে সম্মাননা তুলে দেন জাতীয় সাপ্তাহিক নব দিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক দেবাশীষ মজুমদার ও পুরান ঢাকা রিপোটার্স ইউনিটির মোঃ ওয়াসিম,মোঃ সুমন,মোঃ শাহরিয়ার পিয়াস।