ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বাস্থ্য সেবা বঞ্চিতদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন অবস্থিত হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্সিগঞ্জ ও গজারিয়ায় স্বাস্থ্যসেবা বঞ্চিতদের মাঝে সেবা প্রদান করা হয়। এই কর্মসূচি উপজেলার ইউনিয়ন ব্যাপি প্রদান করা হবে, এরইমধ্যে ভবেরচর, বাউশিয়া, টেঙ্গারচর ইউনিয়ন আজ হোসেন্দী ইউনিয়নে প্রর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডিপি মাসুম,গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রহমান শফিক, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ মিয়াজি, বিএনপি আহবায়ক কমিটির সদস্য, হারুন রশিদ, ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ, বিএনপি নেতা, মমিন মৃধাসহ জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ এই স্বাস্থ্য কর্মসূচীতে ইউনিয়নের ৫’শত’র বেশী নারী পুরুষকে বিনামূল্যে গাইনী, অর্থোপেডিক্স, নাক কান গলা ও দাঁতের চিকিৎসা দেওয়া হয় এবং একি সময়ে চিকিৎসা সেবা গ্রহন কারীদের মাঝে বিনামূল্যে ঔষুধ সমগ্রী বিতরণ করা হয়।