ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মাদকে সয়লাব র্যাব,পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সত্বেও থেমে নেই মাদকের কারবার।
দিন দিন মাদক কারবারি ও মাদক সেবীর সংখ্যা বাড়ছে। উপজেলা সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়েছে মাদকের কারবার। হাত বাড়ালেই মিলছে নানা ধরণের মাদকদ্রব্য। কোনভাবেই থামছে না মাদকের আগ্রাসন।।প্রতিবছর মাদক বিরোধী দিবস পালন করা হয় কিন্তু এতে কোন রকম প্রতিকার মিলছে না বলে জানিয়েছেন সমাজ সচেতন নাগরিক সমাজ। অনুসন্ধানে জানা গেছে, শুধু গজারিয়া উপজেলাতেই ৩০-৪০টি মাদকের স্পট রয়েছে। তার মধ্যে অন্যতম একটি স্পট হলো বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম। সেখানে অনুসন্ধানে লিটন সিকদার ওরফে কসাই লিটন (৪৫) নামের এক মাদক কারবারির কথা উঠে আসে। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। দীর্ঘ সময় ধরে বীরদপে মাদক ব্যবসা করে আসছে কসাই লিটন।
সে আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা কসাই ফিরোজ সিকদারের ছেলে।খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া, চাঁদপুর উত্তর থানা সহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা। খবর নিয়ে জানা যায়,গত পাঁচ/ছয় বছর আগেও তিন বেলার খাবার জোটাতে হিমশিম খেত লিটন। কিন্ত এখন তিনি শতকোটি টাকার সম্পদের মালিক।স্থানীয়দের অভিযোগ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তার রয়েছে ব্যাপক আধিপত্য। ইয়াবা বিক্রির জন্য গড়ে তুলেছেন বিশাল একটি চক্র। মাদক বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়েছেন লিটন। তার পথে যারা বাধা হয়েছেন হামলা মামলা করে তাদেরকে সরিয়ে দিয়েছেন তিনি।
কেউ তাকে থামাতে পারছে না। তার টাকার কাছে সবাই যেনো অসহায়। তার হাত থেকে বাঁচতে গ্রামবাসী একজোট হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চলতি বছরের গত ২৭ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন। সম্প্রতি এক অসহায় পিতা প্রবাস থেকে তার ছেলেকে মাদকের হাত থেকে বাঁচানোর জন্য ফেসবুকে আকুতি জানান। তিনি লিখেন “আমি একজন প্রবাসী, আমি বাড়িতে না থাকার কারণে আমার ছেলে বিভিন্ন রকম নেশার সঙ্গে জড়িয়ে গেছে, পরিবারের কারো কোনো কথা মূল্যায়ন করে না, আমি আপনাকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনার নিজের দায়িত্ববোধ থেকে মাঝে মাঝে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে সতর্ক করার জন্য। এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একজন অসহায় পিতা হিসেবে আপনার কাছে সাহায্য চাচ্ছি। আপনার ২/১ দিনের অভিযানে হয়তো আমার ছেলে সহ এলাকার কিশোররা মাদক গ্রহণ করতে ভয় পাবে।” সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিব্যাক্তি প্রকাশ করেছেন একজন অসহায় বাবা।
এলাকাবাসীর দাবী গজারিয়া উপজেলার চিহ্নিত মাদক কারবারি কসাই লিটন (৪৫)সহ মাদক কারবারিদের শাস্তির আওতায় আনার জন্য।।কেননা মাদকের ভয়াল থাবা শিক্ষিত শিশু কিশোরদের জীবন ধ্বংষ করে দিচ্ছে। তাই ভয়াবহ এই মাদকের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তাঁরা
সম্পাদক-প্রকাশক: মোঃ তৌহিদুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ শাহনেওয়াজ। বার্তা সম্পাদক: মোঃ হাসেম। উপদেষ্টা: সাইফুল ইসলাম রিমন
ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650