সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ২৪ শে ফেব্রুয়ারী সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় , তৃণমূল শুভেন্দু অধিকারীর ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন।
আজ তারই প্রতিবাদে মেচেদার ফাইভ পয়েন্ট এ বিরোধী দলনেতার ছবির সামনে শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীর ছবিতে গঙ্গা জল ও দুধ দিয়ে শুদ্ধিকরণ করেন। এরপর শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে দেন নেতৃত্বরা।
মেছাদার ফাইভ পয়েন্ট থেকে মেচেদা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় শহীদ মাতঙ্গিনী ব্লক বিজেপির পক্ষ থেকে। মিছিল শেষে ফাইভ পয়েন্ট একটি প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় তৃণমূলকে বিভিন্ন ভাষায় আক্রমণ বিজেপির তরফ থেকে এবং যাহারা এ কাজ করেছে তাহাদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তৃণমূলের তরফ থেকে বলা হয়, আমাদের নেতৃকে যেভাবে কুশপুতুল পুড়িয়ে অপমান করা হয়েছে , আমরা তার প্রতিবাদে এটা করেছি, কারণ বিজেপি শুরু করেছে এই নগরামো খেলা, তাই আমাদের লোকেরা উনার ছবিতেও জুতোর মালা পরিয়ে প্রতিবাদ করেছে।