সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ২৩শে ফেব্রুয়ারী রবিবার
হাওড়া জেলার দেউলটি স্টেশনে সামনে ট্রেন অবরোধ করলেন স্থানীয়রা।
জানা যায় স্থানীয় একটি স্কুলে যাতায়াতের রাস্তা রেলের জমিতে পড়ে , আর সেই রাস্তা বন্ধ করে দিয়েছে রেল , তারি প্রতিবাদে স্থানীয়রা অবরোধ করে বিক্ষোভ দেখালেন।
দেউলটিতে রেল অবরোধের জেরে পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশনে একের পর এক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পরে, দাঁড়িয়ে রয়েছে মেদনীপুর হাওড়া লোকাল ট্রেনও।
যাহারা ট্রেনে করে প্রতিদিন প্যাসেঞ্জারী করেন, এবং ট্রেনে করে ডেইলি অফিস যাতায়াত করেন, অবরোধে জেরে তাহারা বিপাকে, সময়ে অফিস পৌঁছানো অসম্ভব, স্থানীয় মানুষ রেললাইন অবরোধ করে আটকে রাখেন, তাহাদের দাবী অবিলম্বে রাস্তা খুলে দিতে হবে, এত ছেলে মেয়ে স্কুলে যাবে কোথা দিয়ে। তাহাদের দাবী না মানলে তারা অবরোধ তুলবেন না বলে জানান, সমস্ত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক রাও এই অবরোধে সামিল হন। দূরপাল্লার ট্রেনেও বহু যাত্রী আটকে পড়েন এই অবরোধে।